বিএনএ, ডেস্ক : অক্টোবরের প্রথম সপ্তাহে সারাদেশে ৩২২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৩ জনের। আর ২৪৪ জন আহত হয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোডে’র প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনটি করা হয় ১ থেকে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সড়ক দুর্ঘটনা নিয়ে।শুধুমাত্র ৭ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে
দুর্ঘটনা রোধে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছে সেভ দ্য রোড।
এগুলো হলো—বিআরটিএর ম্যাজিস্ট্রেট টিমকে সক্রিয় করা। ফিটনেসবিহীন যান যেন সড়কে না নামতে পারে এ জন্য বাস ডিপোগুলো পরিদর্শন করা। চালকের লাইসেন্স আছে কি না, তা তদারকি করা। বেপরোয়া গতিরোধে স্পিডগান, সড়কে সিসিটিভি, মোটরসাইকেল লেন ও পুলিশবুথ স্থাপন করা। বাস-ট্রাকসহ সব পরিবহনে গতি নির্ধারণ করে দেওয়া।
বিএনএ/ ওজি