বিএনএ বিশ্ব ডেস্ক: করোনা মহামারিতে সারা বিশ্বে ৪৮ লাখ ৪৮ হাজার ৫৬৯ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৮শ ১৬ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৮৮ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৭৫ লাখ ১৫ হাজার ৩৭৯ জনে।
শুক্রবার (৮ অক্টোবর) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে দেড় হাজারের ওপর মানুষ মারা গেছে। ৯৭ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি। একদিনে, রেকর্ড ৯২৪ জনের মৃত্যু দেখলো রাশিয়া।
জার্মানিতে এ সংখ্যা ৪১৪। এদিন মেক্সিকোয় ৭১৩ এবং ব্রাজিলে ৪৫১ জনের মৃত্যু হয়েছে। তিনশর বেশি প্রাণহানি ঘটেছে ইউক্রেনে।
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭৭ জন। ভাইরাসটিতে নতুন করে ২১ হাজার ৪৬৩ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ৪৬৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ১৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ইরানে করোনায় আক্রান্ত হয়ে ২৩৩ জন মারা গেছেন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬২৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনা ভাইরাস বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিএনএনিউজ/আরকেসি