বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট এলাকার মাদক সম্রাট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহজাহান মোহাম্মদ ((৪৯)কে কক্সবাজারের পেকুয়া হতে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার( ৭ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়।
শাহজাহান মোহাম্মদ চকরিয়া থানার পহারচাঁদা গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র্যাব-৭ জানায়, শাহজাহান মোহাম্মদকে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের ব্রীজঘাট এলাকা হতে পুলিশ ৬ হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা করে। মামলা রুজুর ৬ মাস পর আসামী জামিনে বের হয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। তার অনুপস্থিতে শাহজাহান মোহাম্মদ’কে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।
এরই ধারাবাহিকতায় পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে র্যাব। । নজরদারির এক পর্যায়ে র্যাব-৭ জানতে পারে যে, আসামী ছদ্মনামে কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭ সেই স্থানে অভিযান চালিয়ে শাহজাহান মোহাম্মদকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি