28 C
আবহাওয়া
৭:২৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রামে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান

ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রামে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান

ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রামে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান

বিএনএ, চট্টগ্রাম: বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক,  লেখক ও গবেষক খনরঞ্জন রায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিজিওথেরাপিস্ট ডা. মোহাম্মদ কামরুজ্জামান (পিটি)।

অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ বশির আহমদ, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ গভর্নর ২০১৭-১৮ পিপি মোহাম্মদ রেজাউল করিম, পিপি রাশেদুল আমিন, রোটারি ক্লাব অফ চিটাগং সাগরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজুল ইসলাম বাবুল, সিপিআরসি’র পরিচালক এম এ জলিল।

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন মো. রেজা বলেন, ফিজিওথেরাপি একটা শিক্ষামূলক বিষয় এটি আমরা উপলব্ধি করতে পেরেছি। এর প্রাতিষ্ঠানিক রূপ দিতে  হবে। এর জন্য ফিজিওথেরাপির ডাক্তারদের এগিয়ে আসতে হবে । সবাই এগিয়ে আসলে ফিজিওথেরাপি প্রাতিষ্ঠানিক হিসেবে রূপ লাভ করবে।

ফিজিওথেরাপি দিবসে চট্টগ্রামে আলোচনা ও সম্মাননা অনুষ্ঠান
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়

বক্তারা বলেন, বন্দর নগরী চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালসহ ২০০টিরও অধিক ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। তবে সব মিলিয়ে ইন্টার্নশীপসহ পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি (বিপিটি) ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট রয়েছেন কেবল ৩০ জন। তাই অনেক ফিজিওথেরাপি সেন্টারে ভুয়া ফিজিওথেরাপিস্ট দিয়ে চলছে অপচিকিৎসা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সিআরপি চট্টগ্রাম’র সিএম ডা. খলিলুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. কামরুল হাসান, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. সাদেকুর রহমান, প্রয়াস চট্টগ্রামের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডা. জাহেদুল ইসলাম, ডা. প্রাঞ্জল বড়ুয়া, ডা. মনির, লায়ন্স হাসপাতালের ডা. সুজন, বিসিবি’র ফিজিও ডা. শিমুল, ডা. ইমরান, ডা. তাসলিমা ও ডা. রফিক প্রমুখ।

উল্লেখ, ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে বিশ্বে প্রতিবছর ৮ সেপ্টেম্বর একযোগে পালিত হয়ে আসছে বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘অস্টিওআর্থ্র্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী চিকিৎসা’।

বিএনএনিউজ/ ওজি, বিএম

Loading


শিরোনাম বিএনএ