25 C
আবহাওয়া
৮:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীর মিলিটারিপুল-টাইগারপাস রুটে চালু বিআরটিসির বাস

বোয়ালখালীর মিলিটারিপুল-টাইগারপাস রুটে চালু বিআরটিসির বাস

বোয়ালখালীর মিলিটারিপুল-টাইগারপাস রুটে চালু বিআরটিসির বাস

বিএনএ, বোয়ালখালী  : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির প্রচেষ্টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারিপুল-টাইগারপাস রুটে যুক্ত হয়েছে বিআরটিসির ২টি বাস। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিলিটারিপুল এলাকায় এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রউফ, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন ও শাকপুরা ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ।

এর আগে এমপি মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে গত বছরের ২ মার্চ উপজেলার কানুনগোপাড়া দাশের দিঘির পাড়-টাইগারপাস রুটে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের পর বিআরটিসির ৪টি বাস চলাচল করছে এই রুটে।

প্রসঙ্গত, দীর্ঘ দুই দশক ধরে বোয়ালখালীতে বাস সার্ভিস বন্ধ ছিলো। এ সময় রাজপথে দাপট বাড়ে সিএনজি চালিত টুকটুকি নামের এক ধরণের টেম্পুর। এর সাথে পাল্লা দিয়ে যোগ দেয় অটোরিকশা। নিয়ম নীতির বালাই না থাকায় ভাড়া আদায়ে নৈরাজ্যের সৃষ্টি হয় এ রুটে।

বিএনএ/বাবর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ