17 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » ফ্রান্সকে জয়ে ফেরালেন গ্রিজম্যান

ফ্রান্সকে জয়ে ফেরালেন গ্রিজম্যান

ফ্রান্সকে জয়ে ফেরালেন গ্রিজম্যান

বিএনএ ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচ পর অবশেষে জয়ে দেখা পেলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। দলকে জেতানোর কৃতিত্ব জোড়া গোল করা অ্যান্তনিও গ্রিজম্যানের।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে আধিপত্য বিস্তার করেই খেলেছে ফ্রান্স। পুরো ম্যাচে ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল তারা। গোলের জন্য অন্তত ২০টি প্রচেষ্টা চালিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। যার মধ্যে ছয়টি ছিলো লক্ষ্য বরাবর, দুইটিতে মিলেছে গোল। আর ফিনল্যান্ড মাত্র ১টি শট লক্ষ্যে রাখতে পেরেছিল।

ম্যাচের ২৫ মিনিটের সময় করিম বেনজেমার এসিস্টে প্রথম গোল করেন গ্রিজম্যান। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৮ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার বেনজেমার কাছ থেকে বল পেয়ে সেটি ডি-বক্সে বাড়ান লিও দুবে। চতুর ফিনিশিংয়ে ফিনল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দেন গ্রিজম্যান।

এ নিয়ে জাতীয় দলের হয়ে ৯৮ ম্যাচে গ্রিজম্যানের গোল হলো ৪১টি। ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন মিশেল প্লাতিনির সঙ্গে যৌথভাবে তিন নম্বরে আছেন তিনি।

ফিনল্যান্ডকে হারিয়ে ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্র নিয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র  শীর্ষে রয়েছে ফ্রান্স। এক ম্যাচ কম খেলে পাঁচ ড্রতে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইউক্রেন। চার ম্যাচ খেলা ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়, পয়েন্ট ৫। পরের দুটি স্থানে থাকা বসনিয়া ও কাজাখস্তানের সমান ৩ পয়েন্ট করে।

এদিকে, আরেক ম্যাচে বার্সেলোনা ফরোয়ার্ড মেমফিস ডিপাইয়ের হ্যাটট্রিকে তুরস্ককে ৬-১ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। জিব্রাল্টারকে ৫-১ গোলে হারিয়েছে নরওয়ে। হ্যাটট্রি করেছেন তরুণ ফরোয়ার্ড এর্লিং হালান্ড। নরওয়ের  পয়েন্টও ডাচদের সমান।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ