18 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রোনালদোবিহীন ম্যাচে পর্তুগালের বড় জয়

রোনালদোবিহীন ম্যাচে পর্তুগালের বড় জয়

রোনালদোবিহীন ম্যাচে পর্তুগালের বড় জয়

বিএনএ,স্পোর্টসডেস্ক : কাতার বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের  ‘এ’ গ্রুপের ম্যাচে আজারবাইজানকে ৩-০ গোলে হারিয়েছে পর্তুগাল।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাকু অলিম্পিক স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এই জয়ে পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফার্নান্দো সান্তোসের শির্ষরা।অন্যদিকে পাঁচ ম্যাচ থেকে কেবল ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান।

প্রথমার্ধে বের্নার্দো সিলভা ও আন্দ্রে সিলভার গোলে এগিয়ে থাকে সফরকারীরা । দ্বিতীয়ার্ধে দিয়োগো জটার গোলে ব্যবধান বাড়ায়।

ম্যাচের ২৬ তম মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে নেন বের্নার্দো সিলভা। এর ৫ মিনিট পর লিড দ্বিগুন করেন আন্দ্রে সিলভা। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ষফরকারিরা ।

দ্বিতীয়ার্ধের ৭৫ তম মিনিটে আবারও স্বাগতিকরা গোল হজম করে । এবার গোলটি করেন দিয়োগো জটা। শেষে গোল করতে ব্যর্থ হলেও গোলের ব্যবধান বাড়াতে দেননি জিয়ান্নি দি বিয়াসির শির্ষরা।

আগামী ১২ অক্টোবর লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ