29 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ফিরলেন রওশন এরশাদ

দেশে ফিরলেন রওশন এরশাদ


বিএনএ, ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রওশন এরশাদের সফরসঙ্গী ছিলেন তার ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা সাদ এবং মুখপাত্র কাজী মামুনূর রশিদ।

রওশন এরশাদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অভ্যর্থনা জানান বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা এমপি এবং রাজনৈতিক সচিব গোলাম মসীহ্’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এসময় আরও উপস্থিতি ছিলেন জাতীয় পার্টির সাবেক মন্ত্রী গোলাম সারোয়ার মিলন, সাবেক এমপি এম এ গোফরান, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় নেতা নুরুল হক নুরু, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ডা. খন্দকার রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, জহির উদ্দিন জহির প্রমুখ। তবে জাপা চেয়ারম্যান জিএম কাদের অনুসারী কাউকে দেখা যায়নি।

বিরোধী দলীয় নেতার দেশে ফেরা উপলক্ষে সকাল ১১টা থেকেই বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে অবস্থান নেন জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দলীয় সূত্রমতে, রওশন এরশাদ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ করেছেন। বর্তমানে সুস্থ আছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে গুলশানের নিজের বাসভবনে উঠেছেন। সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রওশন এরশাদ।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসার জন্য গত ১০ জুলাই থাইল্যান্ডে যান সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী রওশন।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ