28 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » রিকশা গ্যারেজে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৫

রিকশা গ্যারেজে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৫

রান্নাঘরে গ্যাস লাইনে লিকেজ,দগ্ধ ৩

বিএনএ, ঢাকা : রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে একই ঘটনায় চারজনের মৃত্যু হয়। সোমবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মাসুম আলী (৩৫) নামে আরেকজন মারা যান।

কামারপাড়া এলাকায় ভাঙারির দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৮ জন দগ্ধ হন।এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ জন হলো।

চিকিৎসকের বরাত দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি জানান, তুরাগের কামারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে দগ্ধ বাকি ৩ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থাও আশাম্কাজনক। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন দগ্ধ হয়েছিলেন। মাসুম আলীকে নিয়ে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত রাতের ভোটের দায় স্বীকার করে নূরুল হুদার জবানবন্দি লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৯৯৫ মামলা এক লাখ ১০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার রাষ্ট্রের সংস্কারের পাশপাশি জনগণের ভাগ্যের পরিবর্তন চায় বিএনপি: মোস্তাফিজুর রহমান লায়ন্স ক্লাব অব ডায়মন্ড সিটির প্রেসিডেন্ট আলাউদ্দিন, সেক্রেটারি ইয়াসীন হীরা সাবেক ডিআইজিসহ ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬ ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ১৮ জুলাই