24 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হত্যাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার

হত্যাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে হত্যাসহ ছয় মামলার আসামী নিরব চৌধুরী নয়ন (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে গুলিভর্তি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃত নিরব চৌধুরী নয়ন মহানগরীর কালীবাড়ি এসকে হাসপাতাল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

শুক্রবার (৭ জুলাই) রাত ৯ টার দিকে কোতোয়ালী মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সন্ত্রাসী নয়ন অপরাধমূলক কাজ করার জন্য আগ্নেয়াস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পাওয়ার পর অভিযান চালিয়ে কালীবাড়ি এসকে হাসপাতাল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে, বসত বাড়ির সামনে পরিত্যক্ত মুরগির খোয়ারের ভিতর থেকে শপিং ব্যাগে মোড়ানো ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার জব্দ করা হয়।

ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, নিরব চৌধুরী নয়নের হত্যা, অপহরণসহ ৬ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শুক্রবার সন্ধ্যায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ