বিএনএ, ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) গৌরবময় পথচলার ৫০ বছর পূর্ণ করছে শুক্রবার (৯ জুন)। ১৯৫৪ সালে পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (পিএফইউজে) প্রতিষ্ঠার ধারাবাহিকতায় স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৯ জুন বিএফইউজে গঠিত হয়।
সংবাদমাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা সুরক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে নিরন্তর সংগ্রাম ও লড়াই করে চলেছে বিএফইউজে। অর্ধশতাব্দির পথচলায় সংগঠনের সফলতা ও ঐহিত্য তুলে ধরতে সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বিএফইউজে।
এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, ফল উৎসব, নিহত ও নির্যাতিত সাংবাদিকদের আলোকচিত্র প্রদর্শন, গণমাধ্যম দলন ও সাংবাদিক নিপীড়নের ওপর তথ্যচিত্র প্রদর্শন, সাহসী সম্পাদক ও সাংবাদিক সম্মাননা প্রদান, নির্যাতিত সাংবাদিক সম্মাননা ও বিএফইউজের সফল নেতৃত্ব সম্মাননা প্রদান এবং সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যা।
সকাল ১০টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চলবে এ কর্মসূচি। বিভিন্ন পর্যায়ে জাতীয় রাজনৈতিক, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাংবাদিক সমাজের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।
বিএনএনিউজ/বিএম