26 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চাল মজুতের মামলা: অঞ্জন চৌধুরীর আগাম জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

চাল মজুতের মামলা: অঞ্জন চৌধুরীর আগাম জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

চাল মজুতের মামলায় অঞ্জন চৌধুরীর আগাম জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

বিএনএ ডেস্ক: অবৈধভাবে চাল মজুদের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পাওয়া স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরীর জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (৮ জুন) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

অঞ্জন চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার গণমাধ্যমকে এ তথ্য জানান। বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনের কপি হাতে পেয়েছেন তারা।

গত ৬ জুন দিনাজপুর সদরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দ করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় অঞ্জন চৌধুরীকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। ৬ সপ্তাহ পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১ জুন দিনাজপুরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের গুদামে অভিযান চালিয়ে ৫ হাজার ১২৪ টন আতপ চাল জব্দ করে প্রশাসন। এ ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মিলের ইনচার্জকে।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্তুজা আল মঈদ তখন জানান, উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজারে কোম্পানিটির ছয়টি গুদামে গত ৩১ মে বিকেল থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে মিলের ছয়টি গুদামে ৫ হাজার ১২৪ টন আতপ চাল পাওয়া যায়। তবে মিলের অনুমোদন রয়েছে মাত্র ৩১২ টন। সে হিসেবে মিলে বেশি মজুত ছিল ৪ হাজার টনের বেশি চাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মিলে চাল মজুতের হিসাব চাওয়া হলে মিলের ইনচার্জ জায়েদ হোসেন সময়ক্ষেপণ করতে থাকেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাঝে মিলের কর্মকর্তারা বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ সদস্যরা তাদের পাকড়াও করেন। রাত আড়াইটার দিকে মিলের ছয়টি গুদামে রাখা চাল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের জিম্মায় দেয়া হয়।’

মর্তুজা আল মঈদ জানান, দিনাজপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ রায় বাদী হয়ে মিলের স্বত্বাধিকারী অঞ্জন চৌধুরী ও মিলের ইনচার্জ জায়েদের নামে একটি অভিযোগ দেন। আর জব্দ চালের বাজার মূল্য দেখানো হয় প্রায় ৪১ কোটি টাকা।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ