।।রেহানা ইয়াছমিন।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন তাঁর পুত্রবধূ জোবাইদা রহমান। এর ফলে জোবাইদার ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান হয়েছে।
২০০৮ সাল থেকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বসবাস করছেন তাঁর স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দেশে ফিরে ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত তাঁর বাবার বাড়ি মাহবুব ভবনে থাকছেন জোবাইদা। বাড়িটি সুসজ্জিত করার পাশাপাশি তাঁর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে বাড়তি ব্যবস্থা রাখা হয়েছে।

জোবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায়। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী জোবাইদা রহমানের চাচা।
তার মেজো চাচা আজমল আলী খান ছিলেন অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী। আরেক চাচা ডা. সেকান্দার আলী খান। জোবাইদা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি জেনারেল আইরিন খানের চাচাতো বোন।
জোবাইদা রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সাথে ১৯৯৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাঁকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর সহধর্মিণী জোবাইদা রহমান ও জোবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। এই মামলায় জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জোবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়।
এদিকে তারেক রহমানের আগে জোবাইদা রহমানের আগমন ঘিরে অনেকের মাঝে কৌতুহল দেখা দিয়েছে। এটি কি নিছক শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গী হওয়া? নাকি হাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর পাশে থাকা? তবে বহুবছর ধরে তার বিএনপিতে সক্রিয় হওয়ার যে গুঞ্জণ ছিল, তার মাত্রা দিনদিন বেড়েই চলেছে।
বিএনপির কর্মী-সমর্থকরা চান, জোবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হোন। এতে বিএনপির মধ্যে আরও গতিশীলতা সৃষ্টি হবে। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রাণ-চাঞ্জল্য তৈরি হবে।
ডা. জোবাইদা রহমান রাজনীতিতে আসছেন কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিবার থেকে জানানো হয়নি। এ সম্পর্কে তিনিও মুখ খোলেননি।
সূত্র জানায়, ১৭ বছর পর সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দু-একদিনের মধ্যে আদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে জোবাইদা চাকরিতে যোগদান করার সম্ভাবনা নেই। কেননা, তারেক রহমান এখনো লন্ডনে। তার ফিরে আসার ওপর নির্ভর করবে, তিনি সরকারি চাকরিতে ফিরবেন, নাকি রাজনীতিতে যোগদান করবেন?
বিএনএ