36 C
আবহাওয়া
৫:২৬ অপরাহ্ণ - মে ৮, ২০২৫
Bnanews24.com
Home » নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে: শাহবাজ শরিফ

নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে: শাহবাজ শরিফ


বিএনএ,বিশ্বডেস্ক :  পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতের বিমান হামলায় নিহতদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেয়া হবে । ভারত পাকিস্তানে হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে। ভারত ভেবেছিল পাকিস্তান পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।

বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে টেলিভিশনে প্রচারিত এই ভাষণে ভারতের হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ‘প্রতিশোধ’ নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না দাবি করে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যা অভিযোগে তার দেশকে অভিযুক্ত করা হয়েছে। তিনি এই ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেও ভারত তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন।

ভারতের হামলায় নারী-শিশুসহ ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাও তুলে ধরেন। আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেন, আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন, আমি প্রতিজ্ঞা করছি, এই ক্ষতিগ্রস্তদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেয়া হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ