বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বাঘাইছড়ির মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক আটককৃত ৭ টি ভারতীয় গরু ও ৫০০ কেজি চিনি নিলামে বিক্রয় করা হয়েছে। সোমবার (৮ মে) সকালে মারিশ্যা জোন প্রশিক্ষণ মাঠে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
জানা যায়, মালিকবিহীন আটককৃত বিক্রিত গরুর নিলাম মূল্য ১০ লাখ ৪১ হাজার টাকা (১৭.৫০% ভ্যাট সহ) এবং প্রতি কেজি চিনির নিলাম মূল্য ১১২ টাকা (১৭.৫০% ভ্যাট সহ)।
এ সময় কাস্টম এক্সাইজ ও ভ্যাট সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ এবং মারিশ্যা জোন (২৭ বিজিবি)র মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,বিএম