25 C
আবহাওয়া
৭:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়া থেকে পালিয়ে ময়মনসিংহে আটক রোহিঙ্গা যুবক

উখিয়া থেকে পালিয়ে ময়মনসিংহে আটক রোহিঙ্গা যুবক


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ ধোবাউড়ায় রুবেল মিয়া (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।রোববার (৮ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে তাকে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার (৭ মে) রাতে উপজেলার গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ওই রোহিঙ্গা যুববকে আটক করে থানায় হস্তান্তর করেন।

রুবেল মিয়া মৃত আব্দুর রহমানের ছেলে। সে কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পের বাসিন্দা।

এ বিষয়ে গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, সন্ধ্যার দিকে ওই রোহিঙ্গা যুবক লাঙ্গলজোড়া বাজারে এলোমেলো ঘোরাফেরা করছিল। পরে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে আমাকে জানায়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে মালবাহী ট্রাকে করে এখানে আসে।

ধোবাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, রাতে ওই রোহিঙ্গা যুববকে থানায় হস্তান্তর করার পর ওসি সাহেবের নির্দেশে তাকে নিয়ে কক্সবাজার উখিয়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ