24 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ব্যবসায়ীর বাড়িতে, দোকানের মেঝেতে লুকায়িত সয়াবিন তেল জব্দ

ব্যবসায়ীর বাড়িতে, দোকানের মেঝেতে লুকায়িত সয়াবিন তেল জব্দ

লুকায়িত সয়াবিন তেল জব্দ

চট্টগ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে  ২ হাজার ৩২৮ লিটার,কর্ণফুলী কমপ্লেক্সের একটি দোকানের মেঝের নিচ থেকে একহাজার ৫০ লিটার বোতল ও প্যাকেট সয়াবিন তেল জব্দ করেছে প্রশাসন। শনিবার রাত ও রবিবার(৮মে) সকালে পৃথক অভিযানে এ সব তেল জব্দ করা হয়।

অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে মজুত রাখা তেল আগামী ২৪ ঘন্টার মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।  অভিযুক্ত ব্যবসায়ি হলেন ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার  ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামের আক্তার হোসেন।

গত ৭ মে রাতে অভিযান চালান ফটিকছড়ি  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, চট্টগ্রাম নগরীর কর্ণফুলী মার্কেটের একটি দোকানের মেঝের নিচে লুকিয়ে রাখা থেকে ১০৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এসময় ওই দোকানদারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেয়া হয়।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ