29 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা


বিএনএ, ঢাকা:  শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরানোর বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে, তবে চূড়ান্ত কোনো কিছু হয়নি।

ভারতের ভিসা বন্ধের বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভিসা দেওয়াটা তাদের বিষয়।আমরাও সাময়িকভাবে সেই দেশে ভিসা বন্ধ করেছিলাম। তবে কোনো দেশের ভিসা বন্ধ হলে শূন্যতা থাকে না। মানুষ অন্য দেশে সমাধান খুঁজে নেয়।’

অপর এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘থাইল্যান্ডের বৈঠকে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনযোগ্য, এটা মায়ানমার ক্লিয়ার বলেছে।বাকি তালিকা তারা রিভিউ করছে। তবে বাস্তব অবস্থা আপনাদের বুঝতে হবে। এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব নয়।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ