25 C
আবহাওয়া
৭:৩৩ পূর্বাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত ৭

ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত ৭


বিএনএ,ডেস্ক : ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস উল্টে খাদে পড়ার ঘটনায় সত জন নিহত হয়েছে।  তাদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। আহত হয়েছে ৩৫ জন। এর মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার বাখুণ্ডা নামক স্থানে শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), দীপা খান (৩৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আজিবর শেখ (৪৫), চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫) ও ফজিরুন নেসা (৬৫)। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ‘হাই ডেক্স’ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা করে দাফন সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটিও করা হবে।

 

Loading


শিরোনাম বিএনএ