বিএনএ, ডেস্ক: রাজধানীর গুলশানে সৌদি আরব দূতাবাসের সামনে থেকে হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (০৭ এপ্রিল) সৌদি দূতাবাসের সামনে থেকে তাকে আটক করা হয়। এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ।
ওই ক্ষুদে বার্তায় পুলিশ জানায়, ৭ এপ্রিল বিকাল ৩টায় মো. ফারহান সাদিক ইসলামকে (১৮) আটক করা হয়। তার বাবার নাম সাইফুল ইসলাম। ফারহান মিরপুরের শেওড়াপাড়ার একুশে সরণির বাসিন্দা। তিনি তেজগাঁও কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র। সে পাবনার ফলিশাদাহের বাসিন্দা। ফারহানকে বারিধারা সৌদি আরব দূতাবাসের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানানো অবস্থায় আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয় ক্ষুদে বার্তায়।
বিএনএনিউজ/ বিএম