25 C
আবহাওয়া
১২:২১ অপরাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ

ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ

গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বিএনএ, ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ৮২ বছর বয়সী জাফরুল্লাহর কিডনি জটিলতা বহুদিন ধরেই রয়েছে। গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মামুন মোস্তফীর নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন বলে জানিয়েছেন প্রেস উপদেষ্টা মিন্টু।

১৯৭১ সালে জাফরুল্লাহ চৌধুরী যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধের সময়ে তিনি বাংলাদেশ ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করে তা পরিচালনা করেন।

বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ