25 C
আবহাওয়া
২:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের মরদেহ উদ্ধার; নিখোঁজ ৩ 

গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের মরদেহ উদ্ধার; নিখোঁজ ৩ 

গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও ৩ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে তারা।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর লালখাড়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নাছরিন বেগম (২৫) ও তার মা মাহিনূর বেগম (৫৫) এর মরদেহ উদ্ধার হয়। তারা ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আর উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ৮ জন যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়ায় যাচ্ছিল। পথে গজারিয়া পৌঁছালে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম এসে তাদের উদ্ধার করে।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ