18 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ১৩ এপ্রিল থেকে মাহে রমজান শুরু

১৩ এপ্রিল থেকে মাহে রমজান শুরু

১৩ এপ্রিল থেকে মাহে রমজান শুরু

বিএনএ ডেস্ক:হিজরি পঞ্জিকা অনুযায়ী আগামি মঙ্গলবার (১৩ এপ্রিল) পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে।এদিন থেকে মাসব্যাপী রোজা রাখবেন বিশ্বের কোটি কোটি মুসলমান।পবিত্র মাসটিতে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা।ইতোমধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা।

এর আগে গত ১৩ মার্চ ১৪৪২ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।এরপর ২১ মার্চ চলতি বছরে রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়।

সময়সূচিতে উল্লেখ করা হয়েছে, প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোর ৪টা ১৫ মিনিট ও ইফতারির সময় ৬টা ২৩ মিনিট।

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ১১ মিনিট পর্যন্ত যোগ করে ও ১০ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলেও উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জরুরি এক বিজ্ঞপ্তিতে জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে। জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে-পরে মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ