বিএনএ, ঢাকা : বাংলাদেশে করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর চালু হওয়া ফেসবুকভিত্তিক ব্যবসার ৭০ শতাংশেরই নেতৃত্বে আছেন নারী উদ্যোক্তারা। নারী দিবস উপলক্ষে প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ তথ্য জানিয়েছে।
মেটা আরও বলছে, বাংলাদেশে ইন্সটাগ্রামভিত্তিক ব্যবসার ৬৫ শতাংশের নেতৃত্ব দিচ্ছেন নারীরা।
মেটা আরও জানিয়েছে, ২০২১ সালের পর থেকে উদ্যোক্তা সংক্রান্ত বাংলাদেশি গ্রুপগুলোর ৪০ শতাংশই নারীরা তৈরি করেছেন।
মেটা জানিয়েছে, তারা বাংলাদেশে ফ্ল্যাগশিপ প্রশিক্ষণ কর্মসূচী #SheMeansBusiness (শি মিনস বিজনেস) শুরুর পরিকল্পনা করছে। এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নারী উদ্যোক্তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসা প্রসারে সহায়তা করা হবে।
বিএনএনিউজ/এইচ.এম।