বিএনএ,বিশ্ব ডেস্ক : রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমান অবস্থা।
বিপুল পশ্চিমা অস্ত্র ইউক্রেনে যাচ্ছে বলে দেশটির সংবাদপত্র কিয়েভপোস্ট জানিয়েছে।খবরে বলা হয়েছে, গত দুসপ্তাহ ধরে যে পরিমাণ অস্ত্র ঢুকেছে,তাতে ইউক্রেনে অস্ত্রের বন্যা বয়ে যাচ্ছে। তাহলে কী ইউক্রেন ঘুরে দাঁড়াবে ?
যুক্তরাজ্যের একটি প্রতিরক্ষা প্রকাশনা মঙ্গলবার(৮মার্চ) জানায়, রুশ বাহিনীর ব্যাপক আক্রমণের মধ্যে বিপুল পরিমাণ পশ্চিমা অস্ত্র ইউক্রেনে দুসপ্তাহ ধরে যাচ্ছে।
এ সব অস্ত্র ও জরুরি খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম প্রথমে পোল্যান্ডের এয়ারফিল্ডে স্থানান্তরিত হয়, যেখান থেকে এসব সড়কপথে ইউক্রেনে যাচ্ছে। ইইউ’র সদস্যভুক্ত একাধিক দেশসহ অনেক দেশ অস্ত্রের পাশাপাশি মানবিক ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছে।
ইউকে ডিফেন্স জার্নাল থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়
কোন দেশ ইউক্রেনে কি পাঠাল :
বেলজিয়াম: ৫হাজার মেশিনগান এবং ট্যাঙ্ক বিধ্বংসি অস্ত্র। ৩৮০০টন জ্বালানি।
অস্ট্রেলিয়া : সামরিক সরঞ্জাম।
অস্ট্রিয়া : সামরিক সরঞ্জাম। এবং ১০হাজার হেলমেট,জ্যাকেট ও একলাখ লিটার জরুরি ফুয়েল।
আজারবাইজান: ৫মিলিয়ন মেডিডকেল সাপ্লাই এবং ইক্যুাপমেন্ট। জরুরি অ্যাম্বুলেন্স এর জন্য জ্বালানি।
বুলগেরিয়া: কাপড়, জুতা, তাবু, শিট ও কম্বল।
কানাডা : ৭.৮মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ সামরিক সরঞ্জাম।
ক্রোয়েশিয়া: ১২৪ মিলিয়ন কুনা (€16.5 মিলিয়ন) মূল্যের প্রাণঘাতী সামরিক সরঞ্জাম, পদাতিক অস্ত্র এবং প্রতিরক্ষামূলক সরঞ্জাম সহ।
চেক প্রজাতন্ত্র: ক্রোয়েশিয়ার মত সামরিক সরঞ্জাম প্রেরণ।
ডেনমার্ক: ৩০০ বা তার বেশি ম্যান-পোর্টেবল এয়ার-ডিফেন্স সিস্টেমের অংশ,২৭০০ হালকা অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র
এস্তানিয়া: হালকা অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র
ফিনল্যান্ড: €14 million ($15.6 million) increase to financial aid on Feb 24, 2022.
2,000 bulletproof vests, 2,000 composite helmets, 100 stretchers, equipment for two emergency medical care stations on Feb 27, 2022.
2,500 assault rifles with 150,000 cartridges, 1,500 disposable anti-tank weapons and 70,000 field rations on Feb 28, 2022
ফ্রান্স: €300 million ($337.56 million), on Feb 25, 2022.
unspecified defensive weapons and fuel, on Feb 26, 2022
জার্মানী :
- 5,000 helmets, on Feb 25, 2022
- 1,000 light anti-tank weapons , 500 Stinger missiles, on Feb 26, 2022.
গ্রিস : Unspecified numbers of portable rocket launchers, ammunition and Kalashnikov rifles, on Feb 28, 2022
হাঙ্গেরি : 28 tonnes of food and 100,000 litres of vehicle fuel
আয়ারল্যান্ড : €9 million worth of non-lethal military equipment
ইসরাইয়েল: 100 tons of humanitarian aid, including 17 tons of medicines and medical equipment, water purification systems and emergency water supply kits, and thousands of tents, blankets, sleeping bags, and coats.
ইতালি : €110 million নগদ সহায়তা
জাপান: $200 million
তাছাড়া লাটভিয়া,লিথুনিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড,নরওয়ে পোল্যান্ড, পর্তুগাল,রোমানিয়া,স্লোভাকিয়া,সাউথ কোরিয়া, স্পেন,সুইডেন,তাইওয়ান, তুরস্ক, যুক্তরাজ্য,নগদ আর্থিক সহায়তা খাদ্য, মেডিকেল সরঞ্জাম, হালকা অস্ত্র পাঠিয়েছে।
সবচেয়ে বেশি আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা,ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনে বিশাল অংকের নগদ ও সামরিক সহায়তা ইউক্রেনে গেছে।
এ ছাড়া ন্যাটো এবং ইউরোপিয় ইউনিয়ন পৃথকভাবে বিপুল সামরিক সরঞ্জাম ও অন্যান্য সহায়তা প্রেরণ করেছে।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বর্তমান অবস্থা
২০ লাখ লোক ইউক্রেন ছেড়েছে-জাতিসংঘ
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপো গ্রান্ডি মঙ্গলবার(৮মার্চ) বলেছেন, এ পর্যন্ত ২০ লাখ লোক ইউক্রেন ছেড়েছেন।-বিবিসি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া টান টান উত্তেজনার মধ্যে ইউক্রেন অভিযান শুরু করে। সেদিন থেকে ইউক্রেন থেকে বিদেশিদের সাথে সাথে স্থানীয়রাও সীমান্তবর্তী দেশসমূহে পালিয়ে আশ্রয় নিতে শুর করে।
আমি আলোচনার জন্য প্রস্তুত তবে আত্মসমর্পনের জন্য নয়-ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি সংবাদ সংস্থা এবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে বলেছেন, আমি আলোচনার জন্য প্রস্তুত তবে আত্মসমর্পনের জন্য নয়।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিএনএনিউজ২৪,জিএন