22 C
আবহাওয়া
৯:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে সর্বাত্মক ধর্মঘট

মিয়ানমারে সর্বাত্মক ধর্মঘট

মিয়ানমার

বিশ্ব ডেস্ক, ঢাকা: মিয়ানমারে জান্তা সরকারের গণগ্রেফতার ও নিরাপত্তার নামে রাতে বাড়ি-ঘরে তল্লাশি বন্ধে ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির ট্রেড ইউনিয়নগুলো। একইসঙ্গে কাজে ইস্তফা দিয়ে সামরিক সরকারকে অসহযোগিতা করতে দেশের সবাইকে আহ্বানও জানিয়েছে তারা। সামরিক আইন বলবতের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী হাসপাতাল ও ইউনিভার্সিটিতে তাদের উপস্থিতি বজায় রাখবে। খবর- ব্যাংকক পোস্ট।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার থেকে এ কর্মসূচি শুরু হবে। ইতোমধ্যে নির্মাণ, কৃষি, পণ্য উৎপাদনসহ অন্তত নয়টি খাতের ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দিচ্ছে ‘স্বাভাবিকভাবে অর্থনৈতিক ও ব্যবসায়ীক কর্মকাণ্ড চললে তার সুবিধা পাবে মিয়ানমারের জনগণের স্পৃহাকে দমনকারী সেনাবাহিনী। আমাদের গণতন্ত্রকে রক্ষার জন্য এখন পদক্ষেপ নেওয়ার সময়। আমরা মিয়ানমারের অর্থনীতি পুরোপুরি বন্ধের আহ্বান জানাচ্ছি।’

তবে এ বিষয়ে এ ব্যাপারে সেনাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। গতকাল  রবিবারও অভ্যুত্থানের বিরুদ্ধে অন্তত ১০ হাজার মানুষ দেশটির বিভিন্ন শহরের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। বিক্ষোভে কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়েছে নিরাপত্তা বাহিনী।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। গত প্রায় এক মাসে দেশটিতে অর্ধ শতাধিক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। শনিবার রাতে পুলিশ হেফাজতে ক্ষমতাচ্যুত দল এনএলডির নেতা থিন মং লাতের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ অবশ্য জানা যায়নি। তবে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ