19 C
আবহাওয়া
৩:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ফের আসামির মৃত্যু !

ফের আসামির মৃত্যু !

কারাগারে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দী মোহাম্মদ  ইব্রাহিম (৪৫) মৃত্যু ঘটেছে । রোববার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু ঘটে।

জানাগেছে, বিশেষ ক্ষমতা আইনে হাজতে যাওয়া ঐ আসামি শনিবার রাত ১টা ২০ মিনিটের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু ঘটে।

মোহাম্মদ ইব্রাহিম যশোর জেলার কোতোয়ালি থানার তুলানূরপুর এলাকার আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে। ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান জানান, আসামি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগেও তিনি, হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসা নেন।

বিএনএনিউজ২৪/ এম. এস. রুকন

Loading


শিরোনাম বিএনএ