বিএনএ, বিশ্বডেস্ক: মালির পশ্চিমাঞ্চলে একটি চেকপয়েন্টে হামলায় দেশটির দুই পুলিশ ও এক ফরাসি সৈন্য নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) মৌরিতানিয়া সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় নারা শহরের চেক পয়েন্টে এ হামলা চালানো হয়।
স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।
পুলিশী সূত্রে বলা হয়, হামলাকারিরা সন্দেহভাজন জিহাদী। নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। প্রায় ১৫ হামলাকারিকে নিরস্ত্র করা হয়।
গত প্রায় এক দশক ধরে জিহাদীবাদের বিস্তার এবং নিরাপত্তা, রাজনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত মালি।
সহিংসতা দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত থাকলেও বর্তমানে তা প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারে ছড়িয়ে পড়েছে।
বিএনএ/বিএম,এমএফ