38 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০


বিএনএ, রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবছর শতভাগ পাস করেছে ৩১টি কলেজের শিক্ষার্থী। শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৯টি। এবার পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার দশমিক শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীরা এগিয়ে।

বিএনএ/বিএম,এমএফ

Loading


শিরোনাম বিএনএ