20.7 C
আবহাওয়া
৬:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লতা মঙ্গেশকরের চিতাভস্ম পরিবারের হাতে

লতা মঙ্গেশকরের চিতাভস্ম পরিবারের হাতে

লতা

বিএনএ বিনোদন ডেস্ক: ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মারা যান। ৯২ বছর বয়সি এই গায়িকা মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই দিন সন্ধ্যায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় ‘ভারতরত্ন’ লতা মঙ্গেশকরের। শেষকৃত্য অনুষ্ঠানে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বলিউড বাদশাহ শাহরুখ খানসহ বলিউডের অভিনেতা-অভিনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আটজন পুরোহিত শেষকৃত্য পরিচালনা করেন। লতা মঙ্গেশকরের ভাইয়ের ছেলে আদিনাথ মঙ্গেশকর শেষকৃত্যের আচার পালন করেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) আদিনাথ মঙ্গেশকরকে শ্মশান থেকে অস্থিকলস (ছাইয়ের কলসি) আনতে দেখা গেছে। হিন্দু রীতি অনুসারে লাল কাপড়ে ঢাকা মাটির পাত্রে ছাই সংগ্রহ করেন তিনি।

পিটিআইকে সহকারী মিউনিসিপ্যাল কমিশনার কিরণ দিঘাবকর জানিয়েছেন, কিংবদন্তি শিল্পীর ভাই সুরকার হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে আদিনাথের হাতে অস্থিকলস হস্তান্তর করা হয়েছে। যেহেতু লতা অবিবাহিত ছিলেন, তাই তার ভাইয়ের পরিবার তার মৃত্যুর পরবর্তী যাবতীয় নিয়ম পালন করবেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ