বিএনএ,ঢাকা:দেশজুড়ে উৎসবের আমেজে শেষ হলো দ্বিতীয় দিনের করোনার টিকাদান কর্মসূচি।সোমবার(৮ ফেব্রুয়ারি)সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম চলবে দুপুর দুইটা পর্যন্ত।প্রথম ডোজের টিকা নেয়ার সময় গ্রহীতাকে জানিয়ে দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজের তারিখ।
সম্মুখসারির যোদ্ধাদের পাশাপাশি টিকা নেন নিবন্ধিত ৫৫ বছরের বেশি বয়সের নাগরিকরা।রাজধানীসহ বিভিন্ন জেলার মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক হাজারের বেশি কেন্দ্রে চলে এই কার্যক্রম।রাজধানীতে ২০৪টি সহ সারাদেশের মোট দুই হাজার ৪শ কেন্দ্রে চলে টিকাদান।কিছু হাসপাতালে গিয়ে নিবন্ধন করেও টিকা নেয়ার ব্যবস্থা ছিল।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ কর্মকর্তারা।নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা নিয়েছেন।
রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। টিকা নেয়ার পর কিছু সময় অপেক্ষা করেন তিনি। সে সময় শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন এবং কোনো পরিবর্তন অনুভব করছেন না বলে জানান খাদ্যমন্ত্রী। করোনা ভাইরাসের টিকা নিয়ে নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
ভ্যাকসিন বুথে দায়িত্বরত চিকিৎসকরা জানান, রোববারের চেয়ে সোমবার বেশি মানুষ টিকা নিতে নিয়েছেন। চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও এসেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মত শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও প্রথম দিনের তুলনায় সোমবার টিকা নেয়ার ভিড় বেড়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানান, রোববার(৭ ফেব্রুয়ারি) তার হাসপাতালে ২৭০ জন টিকা নিয়েছিলেন, সোমবার এ সংখ্যা বেড়েছে।
এদিকে,যারা করোনা টিকা নিতে পেরেছেন তারা সবাই খুশি।আর যারা অনলাইনে নিবন্ধন করতে পারেননি, তারা কেন্দ্রে গিয়েও নিবন্ধন করে টিকা নিতে নিয়েছেন।
রোববার টিকাদান কর্মসূচির প্রথম দিনে ৩ লাখ ৬০ হাজার মানুষকে টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।তবে প্রথম দিন সারাদেশে মাত্র ৩১ হাজার ১৬০ জন টিকা নেন।সারাদেশে টিকা প্রয়োগে কাজ করছে ২ হাজার ৪শটি দল।সোববারও নিবন্ধিতদের দেয়া হয়েছে এ টিকা।পাশাপাশি অনলাইন ছাড়া টিকাদানকেন্দ্রেও নিবন্ধনের সুযোগ রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, টিকা নিতে সুরক্ষার ওয়েবসাইটের মাধ্যমে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৮৭ হাজার।নিবন্ধন বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সারাদেশে টিকা কেন্দ্রে দৈনিক সাড়ে তিন লাখ মানুষকে টিকা দেয়ার সক্ষমতা আছে। প্রথম ধাপে ৩৫ লাখ মানুষকে করোনা টিকা দেয়ার ব্যাপারে সরকারের পরিকল্পনা রয়েছে।
বিএনএনিউজ/আরকেসি