22 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » মা হলেন পিয়া জান্নাতুল

মা হলেন পিয়া জান্নাতুল

পিয়া

বিনোদন ডেস্ক: মডেল-উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল পুত্র সন্তানের মা হয়েছেন। রোববার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন পিয়ার স্বামী ফারুক হাসান সামীর।

তিনি বলেন, আসলেই খুবই ইমোশনাল মুহূর্ত। যখন বাচ্চাটাকে আমার কোলে দিল, ও তো আমাকে দেখেই একটা চিৎকার দিল (কান্না করল)। আমি ওর হার্টবিট ফিল করলাম। ও খুবই অ্যাক্টিভ। এই কাঁদছে, হাত পা ছুড়ছে। খুব মিষ্টি দেখতে হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কী যে ভালো লাগছে আর ভয় ভয় লাগছে। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান। আমি শিওর, অ্যারিস পিয়ার মতোই দুষ্টু হয়েছে।’

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ