বিএনএ, ঢাকা : রাজধানীর শাহবাগ থানার টিএসসি মোড় ও পল্টনের ফকিরাপুল এলাকা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা ও দুপুর আড়াইটার দিকে দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানা উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল এবং ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন।
পরিদর্শক মো. ফারুক হোসেন আরও জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী