18 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬


বিএনএ, বিশ্বডেস্ক : আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে দুটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। শুক্রবার (৬ ডিসেম্বর) ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

দেশটির সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে মন্ত্রণালয়ের একটি দলকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

গত মাসে দেশটির গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন।

পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে ১,৫০০ লোক মারা যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ