18 C
আবহাওয়া
১১:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » শাহ আমানতে স্বর্ণালংকারসহ আটক ২

শাহ আমানতে স্বর্ণালংকারসহ আটক ২


বিএনএ চট্টগ্রাম : দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে BG148 ফ্লাইটের বিমানের ভেতরে ঢুকে ২ যাত্রীকে তল্লাশি করে।

আটক যাত্রীরা হলেন- ঢাকার মিরপুরের অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান।

সূত্র জানায়, অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন।

বাজুসের তথ্যানুযায়ী, এসব স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

বিএনএ/ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ