15 C
আবহাওয়া
১১:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে চুরি

চট্টগ্রামে পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে চুরি

চট্টগ্রামে পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে চুরি

বিএনএ চট্টগ্রাম : চট্টগ্রামের বারিক বিল্ডিং মোড়ে অবস্থিত পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, টাওয়ারের বিভিন্ন ফ্লোরের  ৪টি শিপিং অফিস থেকে ক্যাশ টাকা, মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় চোর চক্র। ধারণা করা হচ্ছে, পাশের বিল্ডিং এর ছাদ থেকে চোর চক্র জানালা ভেঙ্গে টাওয়ারের ভেতরে ঢুকে।

ডবলমুরিং থানার ওসি কাজী রফিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । পরে আমি নিজেও উপস্থিত হয়ে এ বিষয়ে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে । লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

চুরি যাওয়া শিপিং প্রতিষ্ঠান গ্রুপ নওটিকার মুসফিক হাছান বলেন, চোররা আমাদের টাকা নিয়ে গেছে, মেশিন কক্ষটিও ধ্বংস করেছে।   এই বিল্ডিং এর পেছনে আমাদের একটি ওয়ার্কশপ আছে। সেখানেও কিছুদিন আগে চুরি হয়েছিলো।

মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

বিএনএ/ আরএস/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ