31 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » সাংবাদিকদের ওপর ইসরাইলের হামলা ‘যুদ্ধাপরাধ: এইচআর ডব্লিউ

সাংবাদিকদের ওপর ইসরাইলের হামলা ‘যুদ্ধাপরাধ: এইচআর ডব্লিউ

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

বিশ্বডেস্ক : হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) একটি বিবৃতিতে গত ১৩ অক্টোবর,২০২৩-এ দক্ষিণ লেবাননে লেবানন, আমেরিকান এবং ইরাকি সাংবাদিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বোমা হামলাটিকে  “বেসামরিকদের উপর ইচ্ছাকৃত আক্রমণ” যা  একটি “যুদ্ধাপরাধ”।

বৃহস্পতিবার(৭ডিসেম্বর) এর বিবৃতিতে বলা হয়,  ওই হামলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন এবং আল জাজিরার ক্যামেরাপারসন এলি ব্রাখিয়া এবং রিপোর্টার কারমেন জুখাদার সহ আরও ছয় সাংবাদিক আহত হন।

এইচআরডব্লিউ বলেছে, “প্রমাণগুলি ইঙ্গিত করে যে ইসরাইলি সামরিক বাহিনী জানত বা জানা উচিত ছিল যে তারা যে দলটির উপর গুলি চালাচ্ছে তারা বেসামরিক লোক”।

এইচআরডব্লিউ ইসরাইলের মিত্রদের – মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং জার্মানি -কে “ইসরায়েলকে সামরিক সহায়তা এবং অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য আহবান জানিয়েছে, বলেছে, ইসরাইল এসব অস্ত্রের গুরুতর অপব্যবহার করছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ