31 C
আবহাওয়া
১১:২৬ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রামুতে পাহাড় ধসে নিহত ৪

রামুতে পাহাড় ধসে নিহত ৪


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ ৪ জন নিহত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিলফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানিয়েছেন, আজিজুর রহমান নানা ব্যবস্থার পর নিজ বাড়িতে ফিরে রান্নার ঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা থেকে ৪ জনের মৃত দেহ উদ্ধার করে। মাটির নিচে আর কেউ আছে কিনা তার জন্য কাজ চলছে।

বৃষ্টি না হলেও কেন এই পাহাড় ধস- তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে মরদেহ দাফনের অনুমতি দেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা মরদেহগুলো দাফন করার জন্য ১০ হাজার টাকা আমার হাতে তুলে দেন।

বিএনএনিউজ/ফরিদুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ