19 C
আবহাওয়া
৯:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ: আওয়ামী লীগের প্রতিক্রিয়া

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ: আওয়ামী লীগের প্রতিক্রিয়া


প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ

 

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগ পত্র

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এর পদত্যাগপত্র মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে জমা দিয়েছেন  প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

সচিবের পক্ষে তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম পদত্যাগপত্রটি গ্রহণ করেন। দুপুর সাড়ে ১২টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে পাঠান ডা. মুরাদ হাসান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর প্রতিক্রিয়া 

এর আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বক্তব্য সরকার ও দলকে বিব্রত করেছে। সে কারণে প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলেছেন। সে অনুযায়ী ডা. মুরাদের স্বাক্ষর করা পদত্যাগপত্র ইত্যোমধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছেন তার জনসংযোগ কর্মকর্তা। একটু আগে সেটি নিয়ে গেছে। বিষয়টা আসলে দুঃখজনক।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মুরাদকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগের নিউজ পড়ুন : পদত্যাগ পত্র দিলেন প্রতিমন্ত্রী ডা.মুরাদ

 

বিএনএনিউজ২৪

Loading


শিরোনাম বিএনএ