19 C
আবহাওয়া
৮:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আবারও ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ

চট্টগ্রামে আবারও ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কদমতলী রেলক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে আসা শাটল ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কদমতলী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই আবু হানিফ জানায়, গেটবার থাকার পরও সিএনজি অটোরিকশার চালক উল্টো দিক দিয়ে এসে রেলক্রসিংয়ে ঢুকে যায়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে সিএনজিটি উল্টে যায়। আমরা এসে কাউকে পাইনি। সিএনজিতে যাত্রী থাকলেও শুনেছি কেউ তেমন আহত হননি।

আরও পড়ুন : চট্টগ্রামে বাস, অটোরিকশা ও ট্রেনের ত্রিমুখি সংঘর্ষ : নিহত ২,আহত ৮

রেলক্রসিংয়ে শনিবারের দুর্ঘটনার পরও অসচেতনতা

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর সকাল চট্টগ্রাম নগরের খুলশী জাকির হোসেন সড়কের ঝাউতলা রেলক্রসিংয়ে ট্রেন, বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ৩ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ