31 C
আবহাওয়া
২:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে হারানো ৩২ মোবাইল উদ্ধার

রাঙামাটিতে হারানো ৩২ মোবাইল উদ্ধার


বিএনএ, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে ৩২ টি মোবাইল সেট উদ্ধার করেছে সাইবার ক্রাইম মনিটরিং সেল। মঙ্গলবার (৭ নভেম্বর) উদ্ধারকৃত এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।

রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনে কক্ষে পুলিশ সুপার মীর আবু তৌহিদের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজুর সার্বিক তত্তাবধানে জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৩২ টি মোবাইল উদ্ধার হয় বলে জানা যায়।

তথ্যমতে, ভুক্তভোগীদের জিডি অনুযায়ী তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এসব মোবাইল উদ্ধার করেন।

জানা যায়, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে জেলা পুলিশ সুপারের প্রচেষ্ঠায় গঠিত পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি ২৩২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মূল্য ৪৭ লক্ষ টাকা।

এদিকে হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে আবেগআপ্লুত হয়ে পড়েন সেগুলোর মালিকরা। তারা রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ