বিএনএ, বিশ্বডেস্ক : ভেনিজুয়েলায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। রোববার (৬ নভেম্বর) প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ আমেরিকার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ভেনিজুয়েলার দক্ষিণাঞ্চলীয় আমাজন রাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে বলেন, জোসে অ্যান্টোনিও পায়েজ বিমান ঘাঁটি থেকে তিন কিলোমিটার (১.৯ মাইল) দূরে সি-২০৮বি নামের বিমানটি ‘মাটিতে আছড়ে পড়ে’।
তিনি আরো বলেন, ওই বিমান বিধ্বস্তের ঘটনায় ‘এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং পঞ্চমজনকে উদ্ধারে অভিযান চলছে।’
বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এ ঘটনার সম্ভাব্য কারণ জানতে তদন্তের এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।
আমাজনের গভর্ণর মিগুয়েল রদ্রিগুয়েজ টুইটার বার্তায় জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তার রাজ্যের সকলে ‘শোকাচ্ছন্ন ও বেদনায় বিমূঢ়’।
দুর্ঘটনায় দু:খজনকভাবে বিমানটির সকল আরোহী নিহত হয়েছে বলেও টুইটারে তিনি উল্লেখ করেন।
বিএনএনিউজ/এইচ.এম।