বিএনএ ডেস্ক: রেমিট্যান্স পাঠাতে আর কোনো চার্জ বা মাশুল দেয়ার প্রয়োজন হবে না বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। একই সঙ্গে বিদেশে ছুটির দিনেও রেমিট্যান্স পাঠাতে পারবেন তারা। প্রবাসী আয় বা রেমিট্যান্সে প্রতি ডলারের সর্বোচ্চ দর আগের মতোই ১০৭ টাকা বহাল রাখা হয়েছে।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) রোববার বৈঠক করে এই সিদ্ধান্ত হয়েছে।
এদিকে সব ব্যাংকে রপ্তানি নগদায়নে ডলারের নতুন দর নির্ধারণ করা হয়েছে। এখন থেকে রপ্তানির পণ্য নগদায়নে ডলারের দর হবে ১০০ টাকা, এত দিন যা ছিল ৯৯ টাকা ৫০ পয়সা। অর্থাৎ ৫০ পয়সা বেড়েছে। সোমবার থেকেই নতুন এ দর কার্যকর হবে।
রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম সংবাদ সম্মেলনে বলেন, ‘রেমিট্যান্স হাউসগুলো ও ব্যাংকে রেমিট্যান্সের সর্বোচ্চ দর আগের মতোই ১০৭ টাকা থাকবে। তবে রপ্তানি বিল সেটেলমেন্ট আগামীকাল সোমবার থেকে ৫০ পয়সা বাড়িয়ে ১০০ টাকা কার্যকর হবে।’
তিনি বলেন, ‘রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ব্যাংকগুলোর নিজস্ব যে হাউস রয়েছে সেগুলোতে কমিশন নেয়া হতো। সেটি পুরোপুরি মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে। যারা রেমিট্যান্স পাঠায় তাদের কাছে এটি যেন কস্ট ফ্রি হয়। এখন থেকে রেমিট্যান্স পাঠাতে কোনো রকম কমিশন লাগবে না।’
বাফেদা চেয়ারম্যান আরও বলেন, ‘বিদেশে রেমিট্যান্স হাউস বন্ধের দিনও খোলা থাকবে। বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠায় তাদের যেন কোনো কর্মঘণ্টা নষ্ট না হয় সে জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এ সময় এবিবি চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেনসহ এই দুই সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪/ এমএইচ