17 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » খুলে দেয়া হয়েছে বহদ্দারহাট ফ্লাইওভারের সেই র‌্যাম্প

খুলে দেয়া হয়েছে বহদ্দারহাট ফ্লাইওভারের সেই র‌্যাম্প

খুলে দেয়া হয়েছে বহদ্দারহাট ফ্লাইওভারের সেই র‌্যাম্প

বিএনএ, চট্টগ্রাম: অবশেষে যান চলাচলের জন্য চট্টগ্রামের এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) কালুরঘাটমুখী র‌্যাম্প খুলে দেয়া হয়েছে। একইসঙ্গে ভারী যান চলাচল নিয়ন্ত্রণে র‌্যাম্পের তিন মুখে বসানো হয়েছে লোহার সেইফটি গেট।

রোববার (৭ নভেম্বর) সকাল ৬ টা থেকে উন্মুক্ত করা হয় বন্ধ থাকা র‌্যাম্পটি। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, আজ থেকে হালকা ও মাঝারি যান চলাচলের জন্য র‌্যাম্পটি খুলে দেওয়া হয়েছে। তবে ফ্লাইওভার দিয়ে কোনো ভারি যানবাহন চলতে পারবে না। এ জন্য ফ্লাইওভারে ওঠার তিনটি মুখে ভেরিয়ার্ড বসানো হয়েছে, যাতে ভারি যানবাহন ফ্লাইওভারে উঠতে না পারে।

এর আগে গত মঙ্গলবার র‌্যাম্পটি পরিদর্শন করে পিলারে ফাটল না পেয়ে কালুরঘাটমুখী র‌্যাম্প দিয়ে গাড়ি চলাচলের সিদ্ধান্তের কথা জানায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিদর্শক দল।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ