17 C
আবহাওয়া
১১:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ টু এর নিজেদের শেষ নিয়মরক্ষার ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিন্ধান্ত নিয়েছে পাক অধিনায়ক বাবর আজম। রোববার( ৭ নভেম্বর) শারজা ক্রিকেট স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

পাকিস্তান দলে কোন পরিবর্তন নেই। স্কটল্যান্ড দলে দুই পরিবর্তন। হামজা তাহির ও ডিলান বাজ যোগ হয়েছে একাদশে স্কটিশদের।

স্কটল্যান্ড একাদশ: 

জর্জ মুন্সে, কাইল কোটজার (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), রিচি বেরিংটন, ডিলান বাজ, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, হামজা তাহির, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।

পাকিস্তান একাদশ :

মোহাম্মদ রিজওয়ান(উইকেটরক্ষক), বাবর আজম(অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ