16 C
আবহাওয়া
২:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে ‘এমএইচসি’ কারখানার ব্যবস্থাপক গুলিবিদ্ধ

গাজীপুরে ‘এমএইচসি’ কারখানার ব্যবস্থাপক গুলিবিদ্ধ

গাজীপুরে 'এমএইচসি' কারখানার ব্যবস্থাপক গুলিবিদ্ধ

বিএনএ, গাজীপুর :গাজীপুরের শ্রীপুরে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ রিয়াজ গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

তিনি জানান, নিয়াজ মোহাম্মদ রিয়াজকে শনিবার রাত পৌনে ১১টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকায় দুর্বৃত্তরা গুলি করে। গুলিটি পেটের ডান পাশে বিদ্ধ হয়ে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা রোগীর অবস্থা দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনএনিউজ/ এম.এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ