19 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে বিড়ালের সঙ্গে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জে বিড়ালের সঙ্গে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

নারায়ণগঞ্জে বিড়ালের সঙ্গে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিড়ালের সঙ্গে খেলতে গিয়ে দোতলা থেকে পড়ে সাদাফ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফতুল্লার কাশিপুর হাটখোলা এলাকা থেকে আহতাবস্থায় শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে সাদাফকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিহত শিশু সাদাফের বাবা রাজু আহমেদ জানান, সাদাফ বাসার দোতলায় বিড়ালের সঙ্গে খেলা করছিল। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ