21 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ১৫৬ রানে অলআউট আফগানিস্তান

১৫৬ রানে অলআউট আফগানিস্তান


বিএনএ, ক্রীড়াডেস্ক :ওয়ানডে বিশ্বকাপে  প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না আফগানিস্তান।  ৩৭.২ ওভারেই ১৫৬ রানে অলআউট হয়ে গেছে আফগান বাহিনী।

শনিবার (৭ অক্টোবর) ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আফগানিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার রান করছিলেন।  শেষ পর্যন্ত সাকিব আল হাসান ব্রেক থ্রু এনে দিলেন প্রথম। এরপরও বাংলাদেশ দলের মাথা ব্যথার কারণ হয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। তিনি একাই যেন আফগানদের ইনিংস টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছিলেন। ৪৭ রানে গুরবাজ আউট হওয়ার পর সব শঙ্কা দুর হয়ে যায়। বাকি উইকেটগুলো ভাগাভাগি করে তুলে নিতে মোটেও কষ্ট হয়নি সাকিব, মিরাজ, শরিফুল, মোস্তাফিজ এবং তাসকিন আহমেদদের।

সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ৩৭.২ ওভারে ১৫৬/১০ (গুরবাজ ৪৭, ইব্রাহিম ২২, রহমত ১৮, শাহিদি ১৮, নাজিবুল্লাহ ৫, নবি ৬, ওমরজাই ২২, রশিদ ৯, মুজিব ১, নাভিন ০, ফারুকি ০*; তাসকিন ৬-০-৩২-১, শরিফুল ৬.২-১-৩৪-২, মুস্তাফিজ ৭-১-২৮-১, সাকিব ৮-০-৩০-৩, মিরাজ ৯-৩-২৫-৩, মাহমুদউল্লাহ ১-০-৭-০)।
১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ।
বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ