21 C
আবহাওয়া
৪:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে হামলায় শিশুসহ নিহত ৩৮

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে হামলায় শিশুসহ নিহত ৩৮


বিএনএ, বিশ্বডেস্ক : থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে ছুরিকাঘাত ও গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২২ শিশু আছে। নিহতের তালিকায় এমনকি দুই বছর বয়সী শিশুও রয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকক থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত শহর উথাই সাওয়ানের ডে কেয়ার সেন্টারে সাবেক এক পুলিশ কর্মকর্তা এ হামলা চালান।

পুলিশ বলছে সন্দেহভাজন ঐ ব্যক্তি পরে তার নিজের পরিবারের বেশ কজন সদস্যকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে।

কেন শিশুদের একটি ডে-কেয়ারে এমন নৃশংস হামলা সাবেক ঐ পুলিশ কর্মকর্তা চালিয়ে থাকতে পারে তার সুনির্দিষ্ট কোনও উত্তর এখনো কেউ দেয়নি।

তবে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন মাদক সেবনের জন্য লে. কর্নেল পদমর্যাদার ঐ কর্মকর্তাকে জুন মাসে বরখাস্ত করা হয়েছিল। পুলিশ জানার তার নাম পানভা কামরাব।

স্থানীয় একজন সরকারি কর্মকর্তা, যিনি ঐ হামলার সময় কাছে ছিলেন, বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “দুপুরের খাবারের সময় হামলাকারী চড়াও হয়ে প্রথমেই ডে-কেয়ার সেন্টারের চার-পাঁচজন কর্মচারীকে গুলি করে।”

এরপর যে দরজা বন্ধ ঘরে শিশুরা ঘুমচ্ছিল সেই ঘরে চড়াও হয় ঐ হামলাকারী।

ঐ কর্মকর্তা বলেন, “প্রথমে মনে হয়েছিল বাজি ফোটানো হচ্ছে।”

হামলার পরপরই সে সাদা টয়োটা পিক-আপ ভ্যান চালিয়ে পালিয়ে যায়।

প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা বলেছেন এই ঘটনা “খুবই হৃদয় বিদারক।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ