18 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক: আর কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামছে বাংলাদেশ। কিংস অ্যারেনার বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিতেই দুটি প্রীতি ম্যাচে খেলছে এই দুই দল।

আরও পড়ুন: ১ জানুয়ারি থেকে বন্ধ নিবন্ধনহীন প্রাথমিক বিদ্যালয়

গত শনিবার প্রথম ম্যাচে আফগানদের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে শুরুর একাদশে যারা ছিলেন, এদিনও তাদেরকে নিয়েই একাদশ সাজিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এখন পর্যন্ত আফগানদের বিপক্ষে ৭টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্য ৫টি ম্যাচ ড্র হয়েছে। দুটিতে হার বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), ইসা ফয়সাল, তপু বর্মন, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন, বিশ্বনাথ ঘোষ, তারিজ কাজী, সোহেল রানা ও মোহাম্মদ সোহেল রানা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ